সিজদার আয়াতের বিধান ও উদ্দেশ্য কী?
প্রশ্ন : আয়াতে সিজদা পড়লে সিজদা দিতে হয় কেন? আয়াতে সিজদা তেলাওয়াত করে সিজদা দেওয়ার উদ্দেশ্য কী?
উত্তর : সিজদার আয়াত তিন প্রকার, ১. যেখানে সিজদা দেওয়ার নির্দেশ আছে, সেখানে সিজদা দিতে হয়, ২. যেখানে কাফেরদের সিজদাকে অবজ্ঞা করা উল্লেখ আছে, সেখানে তাদের বিরোধিতার জন্য সিজদা দিতে হয়, ৩. যেখানে নবীগণের সিজদা দেওয়ার উল্লেখ করা হয়েছে, সেখানে তাঁদের অনুসরণে সিজদা দিতে হয়। (৯/১৯০/২৫৪২)
মারাকিল ফালাহ : 1/184