সাহু সিজদা কেন, কখন ও কিভাবে করতে হয়
প্রশ্ন : সাহু সিজদা কী? কী হলে করতে হয়? কখন করতে হয়? কিভাবে করতে হয়?
উত্তর : নামাযে কিছু বিষয় আছে, যা ভুলক্রমে হয়ে গেলে তার ক্ষতিপূরণ হিসেবে নামায শেষে দুটি অতিরিক্ত সিজদা আদায় করতে হয়, এ সিজদাকে সাহু সিজদা বলে। শরয়ী দৃষ্টিকোণে এটি ওয়াজিব। যেমন নামাযের কোনো ফরয ভুলক্রমে নির্ধারিত সময়ের পূর্বে বা পরে আদায় করা, এক ফরয ডাবল আদায় করা, নামাযের কোনো ওয়াজিব ছুটে যাওয়া বা তা আদায়কালে কোনো পরিবর্তন অথবা বিলম্ব করা ইত্যাদি। এই সিজদা নামাযের শেষে আদায় করার পদ্ধতি হলো, শেষ রাক’আতে তাশাহহুদ পড়ে শুধু ডান দিকে সালাম ফিরানোর পর তাকবীর বলে যথারীতি দুটি সিজদা আদায় করবে। এরপর বসে পুনরায় তাশাহহুদ, দরূদ শরীফ ও দু’আ পাঠ করে দুই সালামের মাধ্যমে নামায শেষ করবে।