সাহাবাদের দোষ চর্চা করা
প্রশ্ন : সাহাবাদের দোষ চর্চা করা হারাম! এটা কি কোনো হাদীস? এর মূল উৎস কী?
উত্তর : কোরআন মাজীদ ও হাদীস শরীফে সাহাবায়ে কেরামের অসংখ্য ফজীলত বর্ণনা করা হয়েছে। কোরআন-হাদীস তথা পুরা দ্বীন আমাদের কাছে পৌঁছার প্রধান মাধ্যম হচ্ছে সাহাবায়ে কেরাম। তাই নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অসংখ্য হাদীসে সাহাবায়ে কেরামের দোষ চর্চা এবং তাদের সম্পর্কে অশালীন উক্তি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তাই সমস্ত মুহাদ্দিসীনে কেরাম ও ফিক্বাহবিদগণ সাহাবায়ে কেরামের দোষ চর্চাকে হারাম বলেছেন। নি¤েœ এ-সংক্রান্ত কয়েকটি হাদীস উদ্ধৃত হয়েছে। (৪/২৫৬/৬৭৭)