সালাম ফেরানোর আগেই মাসবুকের দাঁড়িয়ে যাওয়ার হুকুম
প্রশ্ন : আমি আসরের নামাযে মাসবুক হই, কিন্তু তাশাহহুদ শেষ করেই দাঁড়িয়ে বাকি নামায আদায় করতে থাকি, অথচ ইমাম সাহেব তখনো নামাযেই আছেন, অর্থাৎ সালাম ফেরাননি। নামায শেষে ইমাম সাহেবকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আপনার নামায হয়নি, কারণ ইমামের সালামের আগেই আপনি দাঁড়িয়ে গেছেন। কিন্তু আমাদের মাদ্রাসার একজন হুজুর বলেন নামায হয়ে গেছে। প্রশ্ন হলো, কার কথা সঠিক এবং আমার করণীয় কী?
উত্তর : মাসবুক ব্যক্তি ইমাম সাহেব সালাম ফেরানোর পর দাঁড়িয়ে বাকি নামায আদায় করবে। যদি সে ইমাম সাহেব তাশাহহুদ পড়া পরিমাণ বসার পর সালাম ফেরানোর পূর্বেই দাঁড়িয়ে বাকি নামায আদায় করে তাহলে নামায আদায় হয়ে যাবে বটে, কিন্তু ইমামের সালাম ফেরানোর পূর্বে দাঁড়ানোর কারণে গোনাহগার হবে। সুতরাং আপনার নামায আদায় হয়ে গেলেও নামাযের শেষ পর্যন্ত ইমামের অনুকরণ না করার কারণে গোনাহগার হয়েছেন। (১৪/৬৪৭/৫৭৭৮)
Tag:সালাম