সালাত ও সালামের পদ্ধতি
প্রশ্ন : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে সালাত ও সালাম পেশ করার নির্দেশ কোরআন ও হাদীসে রয়েছে। ইরশাদ হচ্ছে, یا ایھا الذین اٰمنوا صلوا علیه وسلموا تسلیما এখানে تسلیما শব্দ ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হলো, উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা কী? আর সালাত ও সালামের পদ্ধতি কী? কোন সালাম পেশ করার কথা হাদীসে আছে?
উত্তর : “আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুুমিনগণ! তোমরা নবীর জন্য রহমতের দু’আ করো এবং তাঁর প্রতি সালাম প্রেরণ করো।” যাতে তোমাদের ওপর নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে সম্মান করার যে দায়িত্ব রয়েছে, তা আদায় হয়ে যায়। বিস্তারিত জানার জন্য আহকামুল কোরআন, তাফসীরে ইবনে কাসীর দেখা যেতে পারে।
সালাত ও সালামের পদ্ধতি :
নামাযের মধ্যে আত্তাহিয়্যাতু এবং দরূদে ইব্রাহীমের মাধ্যমেই সালাত ও সালাম পাঠ করা সুন্নত। নামাযের বাইরে প্রত্যেক এমন বাক্য দ্বারা সালাত ও সালাম পাঠ করা যায়, যার মধ্যে সালাত ও সালাম এর শব্দ থাকে এবং তাতে কোনো শিরকী ও শরীয়তবিরোধী শব্দ না থাকে। তবে নামাযের বাইরেও হাদীসে বর্ণিত শব্দ দ্বারাই সালাত ও সালাম পাঠ করা উত্তম। যেমন দরূদে ইব্রাহীমী এবং اللھم صل علی محمدن النبی الامی وعلی اله وسلم تسلیما ইত্যাদি। (১৫/১০০/৫৯৫১)
Tag:সালাত