সামর্থ্য থাকা সত্ত্বেও যেসব বিষয়ে তায়াম্মুম বৈধ
প্রশ্ন : আমাদের মসজিদের খতীব সাহেব বলেন যে যে সমস্ত বিষয়ে ওজু করা মুস্তাহাব, ওই সমস্ত বিষয়ের জন্য পানি ব্যবহারে সামর্থ্য থাকা সত্ত্বেও তায়াম্মুম করা জায়েয এবং সে পবিত্রতার সাওয়াবও পাবে। প্রশ্ন হলো, ওই খতীব সাহেবের বক্তব্য কি সঠিক? এবং কোন কোন বিষয়ে পানি ব্যবহারের সামর্থ্য থাকা সত্ত্বে¡ও তায়াম্মুম করা বৈধ?
উত্তর : যে সমস্ত বিষয়ে ওজু করা মুস্তাহাব, ওই সমস্ত বিষয়ের জন্য পানি ব্যবহারে সামর্থ্য থাকা সত্ত্বে¡ও তায়াম্মুম করা যাবে এবং সে পবিত্রতার সাওয়াবও পাবে, বক্তব্যটি সঠিক। যেমনÑঘুমের আগে ও পরে, মজলিস ত্যাগ করার পর, মৃত ব্যক্তিকে গোসল করানো ও বহনের পূর্বে, খাওয়া পান করার পরে, স্ত্রী সহবাসের পূর্বে, ফরয গোসলের পূর্বে, ক্রোধ নিবারণের জন্য, কোরআন তেলাওয়াতের পূর্বে, হাদীস বর্ণনার পূর্বে, খুতবা দেওয়ার পূর্বে, রওজা শরীফ জিয়ারতের পূর্বে, উকূফ ও সায়ী করার পূর্বে, দ্বীনি কিতাব স্পর্শ করার পূর্বে, জিকির, দু’আ-দরূদ পড়ার পূর্বে, কোনো নারীর প্রতি দৃষ্টিপাতের পর, মিথ্যা গীবত-শেকায়েতের পর ইত্যাদি। (১৫/৪৫/৫৭৭৭)
Tag:তায়াম্মুম