সাপ্লাইয়ের বিকৃত পানির বিধান
প্রশ্ন : ঢাকা শহরের অধিবাসীদের সরকারিভাবে পানি সাপ্লাই দেওয়া হয়, এতে মাঝেমধ্যে বিকৃত রঙের পানিও আসে। সেই বিকৃত পানি পান, গোসল ও অন্যান্য কাজে ব্যবহার করা যাবে কি না?
উত্তর : তদন্তের মাধ্যমে সাপ্লাইয়ের পানির সাথে নাপাক জিনিসের সংমিশ্রণ হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই পানি ব্যবহারের উপযোগী বলে বিবেচিত হবে। (৩/২৫/৪৩৬)