সানী জামাআতের ইকামত মাকরূহ
প্রশ্ন : কোনো মসজিদে জামাআত হয়ে যাওয়ার পর যদি দ্বিতীয় জামাআত হয় বা একাকী কেউ নামায পড়ে তাহলে পুনরায় ইকামত দিতে হবে কি না?
উত্তর : যে মসজিদে নির্দিষ্ট ইমাম-মুয়াজ্জিনের উপস্থিতিতে সময়মতো জামাআতে নামায আদায় করা হয়। ওই মসজিদে দ্বিতীয় জামাআত করা মাকরূহ। তা সত্তে¡ও যদি কেউ জামাআত করে অথবা একাকী নামায আদায় করে তাহলে উভয় অবস্থায় ইকামত ছাড়া নামায পড়বে। ইকামত দেওয়া মাকরূহ হবে। (৬/৪০৫/১২৫১)
Tag:সানী জামাআতের