সানী আযানের উত্তর, দু’আ, দরূদ এবং আমীন বলার বিধান
প্রশ্ন : জুমু’আর দ্বিতীয় আযানের উত্তর ও দু’আ পড়া জায়েয কি না? আর খুতবার সময় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম এলে দরূদ পড়া ও দু’আ এলে আমীন বলা যাবে কি না?
উত্তর : শরীয়তের দৃষ্টিতে জুমু’আর দ্বিতীয় আযানের উত্তর দেওয়া, দু’আ পড়া ও খুতবায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম শুনলে দরূদ শরীফ মুখে পড়ার অনুমতি নেই। অন্তরে অন্তরে পড়ার অনুমতি আছে। একই হুকুম আমীন বলার ক্ষেত্রেও প্রযোজ্য। (১২/৪৬৬/৩৮৬৮)