সাকতার রহস্য
প্রশ্ন : আয়াতের মাঝে ‘সাকতা’ করার রহস্য কী এবং সাকতা দ্বারা কী বোঝানো হয়?
উত্তর : সাকতাহ অর্থ শ্বাস না ফেলে একটু থামা। যেখানে একটু না থামলে অর্থে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে একটু থামার জন্য নিঃশ্বাস ফেলা হয়। আবার হামযাহকে তাহকীকের সাথে তথা স্পষ্টভাবে পড়ার উদ্দেশ্যেও এ চিহ্ন ব্যবহার করা হয়। (৯/১৯০/২৫৪২)
معلم التجوید ۱ / ۱۳٦ : السكت: هو قطع الصوت عن القراءة زمناً يسيراً، أقل من زمن الوقف المعتاد – الذي هو مقدار حركتين – وذلك من غير تنفس، ثم متابعة القراءة.