সহবাসের পর তায়াম্মুম
প্রশ্ন : সহবাসের পর তায়াম্মুম করা জরুরি কি না?
উত্তর : সহবাসের পর তায়াম্মুম করা জরুরি নয়। তবে যদি সহবাসের পর গোসল না করে ঘুমাতে চায় তখন ওজু করে ঘুমাবে। আর যদি কষ্টকর হয় তাহলে তায়াম্মুম করে ঘুমানো ভালো। (১৪/৫৬৪/৫৬৪৩)
Tag:তায়াম্মুম