সর্বাবস্থায় কালেমা জপা
প্রশ্ন : যদি কোনো ব্যক্তি সর্বক্ষণ তাওবার হালতে পুরো কালেমা শরীফ لااله الا اللہ محمد رسول اللہ পাঠ করে তাহলে কি শিরক, বিদ’আত বা কুফুরী হবে?
উত্তর : তাসবীহ-তাহলীল, যিকির-আযকার ইত্যাদি সর্বদা করার প্রতি হাদীস শরীফে উৎসাহ প্রদান করা হয়েছে। তবে পবিত্রতার সহিত করাটা ভালো। সুতরাং প্রশ্নের বর্ণনা মতে, সর্বক্ষণ তাওবার হালতে থেকে কালেমা শরীফ পাঠ করা বা অন্যান্য যিকির-আযকার করা জায়েয। বরং সর্বদা যিকিরের মধ্যে ব্যস্ত থাকা খুবই সাওয়াবের কাজ, বিদ’আত, শিরক বা কুফুরী কোনো কিছুই নয়। বস্তুত এ রকম প্রশ্ন মনে আসাটাও অনুচিত। হ্যাঁ, প্রস্রাব-পায়খানা ও স্ত্রী সহবাসরত অবস্থায় যেকোনো মৌখিক যিকির নিষেধ। তবে যিকির কিভাবে আদায় করা শ্রেয়Ñএ সম্পর্কে দিকনির্দেশনা কোনো হক্কানী পীর-বুজুর্গের কাছ থেকে গ্রহণ করা উচিত। (৬/১৬৪/১১২৬)