সম্মিলিত যিকির
প্রশ্ন : জনৈক খতীব বলেন যে সম্মিলিতভাবে একত্রিত হয়ে উচ্চ আওয়াজে যিকির করা বিদ’আত। এতে সমাজের একদল লোক উক্ত খতীবের ওপর খেপে যায়। দয়া করে উক্ত মাস’আলার হুকুম কোরআন ও হাদীসের আলোকে বিস্তারিত জানানোর আবেদন রইল এবং ওই খতীব সাহেবের হুকুম কী?
উত্তর : যিকির আল্লাহ তা’আলাকে পাওয়ার একটি বড় মাধ্যম এবং যিকির করার দ্বারা ঈমান তাজা হয়। এ জন্য কোরআন-হাদীসে এর প্রতি বেশি বেশি উৎসাহিত করা হয়েছে। চাই যিকির নিম্নস্বরে হোক বা উচ্চস্বরে, একাকী হোক বা সম্মিলিতভাবে, সব ধরনের পদ্ধতি শরীয়তের দৃষ্টিতে বৈধ। তবে উচ্চস্বরে যিকিরের সময় বিশেষভাবে লক্ষ রাখতে হবে, যাতে অন্য ব্যক্তির ইবাদতে ব্যাঘাত না ঘটে, অনুরূপ ঘুমন্ত ব্যক্তির যেন কষ্ট না হয়। আর একত্রিত হয়ে হালকা বেঁধে উচ্চস্বরে যিকির করার ওপর শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যিকিরে তাল মেলানোর জন্য একজন প্রথমে যিকিরের সুর তোলা এবং বাকিরা তার ইক্তিদা করা বা যিকিরের ধ্বনি তোলা শরীয়তে এর অনুমতি নেই। আর প্রশ্নে বর্ণিত খতীব সাহেবের নিজের কথার জন্য তাওবা করা প্রয়োজন। (১৪/৭৮৩)