সব ভুলের কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না
প্রশ্ন : অনেকে নামাযে মুস্তাহাব-সুন্নাত পর্যায়ের কোনো কাজ তরক হলেই বা যেকোনো একটি ভুল হলেই সিজদায়ে সাহু দিয়ে থাকে। জানার বিষয় হলো, সিজদায়ে সাহুর হুকুম কী এবং নামাযে কোন ধরনের ভুলের দরুন সিজদায়ে সাহু দিতে হয় এবং উল্লিখিত সুরতে নামাযের হুকুম কী?
উত্তর : নামাযের মধ্যে কোনো ওয়াজিব আমল অনিচ্ছাকৃত ভুলে ছুটে গেলে, বিলম্ব বা পরিবর্তন হয়ে গেলে অথবা নামাযের কোনো রুকন বিলম্ব বা আগে-পরে করলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। সুন্নাত-মুস্তাহাব তরক হলে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না।