সকাল-সন্ধ্যা তিন কুল পড়ার ফজীলত
প্রশ্ন : আমরা জানি, সকাল-সন্ধ্যা তিন কুল পাঠ করে শরীরে দম করলে শয়তানের অনিষ্ট হতে রক্ষা পাওয়া যায়। বহু দিন যাবৎ সুন্নাত মনে করে এই আমল করে আসছি। কিন্তু ইদানীং নির্ভরযোগ্য এক আলেম থেকে শুনতে পেলাম যে সকাল-সন্ধ্যা তিন কুল পড়ে দম করার কোনো ভিত্তি নেই। তবে রাতে শয়নের সময় তিন কুল পড়ে দম করার কথা মিশকাত শরীফ প্রথম খণ্ড, পৃ. ১৮৬-তে বর্ণিত আছে। এখন আমার জানার বিষয় হচ্ছে, ওই আলেমের কথাই সঠিক, না আমাদের করে আসা আমল সঠিক? অনুগ্রহপূর্বক সঠিক দিকনির্দেশনা দিলে কৃতজ্ঞ থাকব।
উত্তর : সকাল-সন্ধ্যা তিন কুল পড়া সম্পর্কে বর্ণিত আছে যে নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একজন সাহাবীকে নির্দেশ দিলেন, তুমি সকাল-বিকেল তিনবার তিন কুল পড়বে, এ সূরাগুলো সকল বিপদ থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হবে। এর দ্বারা স্পষ্ট বোঝা যায়, সকাল-বিকেল এ সূরাগুলো পড়া মুস্তাহাব, পড়ার দ্বারাই উপকার হবে, দম করতে হবে না। কেউ দম করলেও ক্ষতি নেই, তবে দম করা সুন্নাত বলা যাবে না। (৮/৬৯৫/২৩১৬)
(আবু দাউদ, হাদিস : 5082, নাসায়ি, হাদিস : 5428, তিরমিজি, হাদিস : 3575)
Tag:তিন কুল পড়া, ফজীলত