শ্বাসকষ্ট রোগীর গোসলের পরিবর্তে তায়াম্মুম
প্রশ্ন : শ্বাসকষ্টে ভুগছে এমন লোক যদি রাত্রে ফরয গোসল করে তাহলে তার রোগ বেড়ে যায় এবং এতে খুব কষ্ট হয়, সে তায়াম্মুম করতে পারবে কি না? কোন ধরনের ওজর হলে গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে?
উত্তর : প্রশ্নে বর্ণিত শ্বাসকষ্টে ভুগছে এমন ব্যক্তি রাতে ঠাণ্ডা পানি দিয়ে ফরয গোসল করার দ্বারা যদি তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার প্রবল ধারণা হয় তাহলে গরম পানি দ¦ারা গোসল করে নেবে। যদি তাতেও রোগ বেড়ে যাওয়ার প্রবল ধারণা হয় তাহলে তার জন্য তায়াম্মুম করা বৈধ হবে। (১৯/৫৭৪/৮৩৪৭)
Tag:তায়াম্মুম