শোক পালন ও প্রকাশের সুন্নাত তরীকা
প্রশ্ন : হাদীস শরীফের বর্ণনা হতে জেনেছি যে, কারো মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন করতে হয়। শোক পালন বা শোক প্রকাশ করার সুন্নাত তরীকা ও পদ্ধতি কী? শোক পালন অবস্থায় খাবার-দাবারে কোনো বিধিনিষেধ আছে কি না?
উত্তর : স্বামী ছাড়া অন্য নিকটতম কোনো আত্মীয়ের ইন্তেকালে তিন দিন পর্যন্ত শোক পালন সুন্নাত। শোক পালন করার সুন্নাত তরীকা হলো আল্লাহ তা’আলার ফয়সালার ওপর সন্তুষ্ট হয়ে তাঁর প্রশংসা করবে এবং সমস্ত সাজগোজ ও সুগন্ধি বস্তু ব্যবহার বর্জন করবে। আর চিন্তিত হলে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়বে। (১৬/৪৫৩/৬৫৯১)