শীতের মৌসুমে হাঁপানি রোগীর তায়াম্মুমের বিধান
প্রশ্ন : কোনো হাঁপানি রোগীর শীতকালে শেষ রাতে গোসল ফরয হয়, তবে তার আশঙ্কা হয় যে শীতের মধ্যে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে কমপক্ষে এক থেকে দেড় ঘণ্টা শ্বাস-নিঃশ্বাসের কষ্ট পোহাতে হবে, আর তার সাথে গরম পানির ব্যবস্থাও নেই। এমতাবস্থায় উক্ত ব্যক্তির জন্য ফরয নামাযের জন্য তায়াম্মুম করা বৈধ হবে কি না ? এবং ওই তায়াম্মুম দ্বারা ইমামতি করা সহীহ হবে কি না?
উত্তর : শ্বাসকষ্টের রোগী যদি চেষ্টা সত্ত্বেও কোনোভাবেই গরম পানির ব্যবস্থা করতে সক্ষম না হয়, তাহলে তায়াম্মুম জায়েয হবে এবং তার ইমামতিও সহীহ হবে। (১৮/৩৯/৭৪৭৮)
Tag:তায়াম্মুমের