শরয়ী সফরের দূরত্ব কত মাইল
প্রশ্ন : সফরের দূরত্ব কত মাইল? এ ব্যাপারে হানাফী মাযহাবের সঠিক সিদ্ধান্ত দলিলসহ জানিয়ে বাধিত করবেন। উল্লেখ্য, আহসানুল ফাতওয়ার চতুর্থ খণ্ড ৯২ থেকে ৯৬ পৃষ্ঠায় এ ব্যাপারে যে বিশদ আলোচনা করা হয়েছে তার সারকথা হলো, কসরের দূরত্বের ব্যাপারে চারটি মত পাওয়া যায় :
২১ ফরসখ
১৮ ফরসখ
১৬ ফরসখ
১৫ ফরসখ
মোটকথা, আহসানুল ফাতওয়ার চতুর্থ খণ্ডে ৯২ থেকে ৯৬ পৃষ্ঠা পর্যন্ত যে বিশদ আলোচনা করা হয়েছে সেখানে লক্ষণীয় বিষয় হলো যে উপরোক্ত চারটি মতের কোনোটিতেই প্রচলিত মাইলের হিসাবে ৪৮ মাইল হয় না।
বরং প্রথম মত অনুযায়ী হয় ৭১১৩/২২ মাইল, দ্বিতীয় মতানুযায়ী হয় ৬১৪/১১ মাইল, তৃতীয় মতানুযায়ী হয় ৫৪৬/১১ মাইল, চতুর্থ মতানুযায়ী হয় ৫১৩/২২ মাইল। অথচ আমাদের দেশে সচরাচর প্রচলিত ৪৮ মাইলকে সফরের দূরত্ব নির্ণয় করে তদনুযায়ী আমল করা হয়। অতএব এ ব্যাপারে সঠিক এবং নির্ভুল সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
উত্তর : আপনি আহসানুল ফাতওয়ার যে উদ্ধৃতি পেশ করেছেন তা তথ্যের বিচারে সত্য, কিন্তু এ ব্যাপারে বাস্তবে সঠিক ও নির্ভরযোগ্য কথা হলো ইংরেজি ৪৮ মাইলই সফরের দূরত্ব। (১৩/২২৪)