শর্ত মেনে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা
প্রশ্ন : বর্তমান কোনো ব্যক্তি সম্পূর্ণ শরয়ী পর্দা সহকারে শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত আবাসিক বা অনাবাসিক মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করলে তা জায়েয হবে কি না? আর জায়েয হওয়ার জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত কী কী শর্ত রয়েছে? তা দলিল-প্রমাণসহ জানালে চির কৃতজ্ঞ থাকব?
উত্তর : শরীয়তের দৃষ্টিতে প্রত্যেক নারী প্রয়োজনীয় মাসায়েলের জ্ঞান শৈশবকালে মক্তবে, বালেগ ও মুরাহেকা হওয়ার পর স্বীয় গৃহে নিজ মাতা-পিতা বা মাহরামের তত্ত্বাবধানে অর্জন করাই শরীয়তের বিধান। এর পরও যদি কোনো মহিলা বর্ণিত পন্থায় জরুরি মাসায়েলের জ্ঞান অর্জন করতে অক্ষম হয়, বিবাহের পর স্বামীর নিকট বা তার মাধ্যমে তা অর্জন করবে। সর্বাবস্থায় আবাসিক-অনাবাসিক পুরুষ শিক্ষক বা মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত কোনো ধরনের মহিলা মাদ্্রাসা শরীয়ত সমর্থিত নয়। (১০/৫৭৭/৩২৫১)