শরীর কতবার চুলকালে নামায নষ্ট হয়
প্রশ্ন : জনৈক ব্যক্তির শরীর চুলকানো শুরু হলে তিনের অধিক না চুলকালে চুলকানো থামে না। জানার বিষয় হলো, উক্ত ব্যক্তি নামাযের মধ্যে পর পর তিনের অধিক একসাথে শরীর চুলকালে আমলে কাসীরের অন্তর্ভুক্ত হয়ে নামায নষ্ট হবে কি না?
উত্তর : নামাযের মধ্যে একবার-দুবার হাত উঠিয়ে তিনবার বা ততোধিকবার চুলকালে অথবা এর চেয়ে বেশি হাত উঠিয়ে প্রত্যেকবার মাঝখানে তিন তাসবীহ পরিমাণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর চুলকালে নামায নষ্ট হবে না। পক্ষান্তরে তিনবারের মধ্যে প্রত্যেকবারের জন্য হাত উঠালে এবং আগে ও পরেরবারের মাঝখানে তিন তাসবীহ পরিমাণ সময় অতিবাহিত না হলে নামায নষ্ট হয়ে যাবে। (১৭/৯৪৭/৭৪০৩)
Tag:চুলকালে