শরীরে পানিরোধক বস্তু থাকলে গোসল হয় না
প্রশ্ন : হাতে নেইলপলিশ লাগানো অবস্থায় বা সুপার গ্লু লেগে থাকা অবস্থায় ওজু-গোসল সহীহ হবে কি না?
উত্তর : নেইলপলিশ বা সুপার গ্লু শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হওয়ায় হাতে লেগে থাকা অবস্থায় ওজু ও গোসল সহীহ হবে না। (১৮/৭০৫/৭৮২৯)