লাল বাতি জ্বালিয়ে সুন্নাতের নিয়্যাত থেকে বারণ করা
প্রশ্ন : ইদানীং দেশের বিভিন্ন মসজিদের মেহরাবের ওপরে “লাল বাতি জ্বলাকালীন সুন্নাত ও নফল পড়া বন্ধ রাখুন” এমন বাক্য লেখা থাকে এবং জামাআত শুরু হওয়ার দু-এক মিনিট পূর্বে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়, যাতে মুসল্লিগণ বুঝতে পারেন যে এখন আর জামাআতের পূর্বে সুন্নাত ও নফল পড়ার সময় নেই। প্রশ্ন হলো, এ রকম বাক্য লেখা ও লাল বাতি জ্বালানো জায়েয কি না?
উত্তর : এ সমস্ত কাজ শরীয়তের দৃষ্টিতে প্রয়োজনীয় নয়, তা সত্তে¡ও মসজিদের মুসল্লিদের সুবিধার্থে জামাআত আরম্ভ হওয়ার সময় নিকটবর্তী বোঝানোর জন্য যেকোনো চিহ্ন ব্যবহার করা যাবে। (৩/৮০/৪৭৩)
Tag:লাল বাতি