রোজা অবস্থায় ফরয গোসলে মহিলাদের লজ্জাস্থানের ভেতর পানি পৌঁছানোর বিধান
প্রশ্ন : মহিলাদের জন্য রমাজান মাসে ফরয গোসল করার নিয়ম কী? তাদের গুপ্তাঙ্গে পানি প্রবেশ করাতে হবে কি না?
উত্তর : ফরয গোসলে মহিলারা তাদের গুপ্তাঙ্গের বহিরাংশে পানি পৌঁছালে ফরয গোসল আদায় হয়ে যায়। অভ্যন্তরীণ অংশে পানি পৌঁছানো শর্ত নয়, বরং রোজা অবস্থায় গুপ্তাঙ্গের ভেতরাংশে যেন পানি না পৌঁছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অতএব রোজা অবস্থায় মহিলারা স্বাভাবিক নিয়মেই ফরয গোসল করবে। (১৪/৫৬৩/৫৬৪৩)
Tag:ফরয গোসলে