রেডিও-টেলিভিশনে তেলাওয়াত ও আয়াতে সিজদা শোনার হুকুম
প্রশ্ন : ক. রেডিও-টিভিতে সরাসরি সম্প্রচারিত কোরআন তেলাওয়াত শোনার দ্বারা কোনো সাওয়াব হবে কি না? এবং তাতে সিজদার আয়াত শ্রবণে সিজদা ওয়াজিব হবে কি না?
খ. রেডিও, টিভিতে রেকর্ড থেকে প্রচারিত কোরআন তেলাওয়াত শুনলে সাওয়াব হবে কি না? এবং আয়াতে সিজদা শ্রবণে সিজদা দেওয়া ওয়াজিব হবে কি না?
উল্লেখ্য, যদি সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব না হয় তবে রেকর্ড করা গান শ্রবণে গোনাহ হবে কেন? জানালে বাধিত হব।
উত্তর : কোরআন শরীফের আদব-সম্মান বজায় রেখে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমান নর-নারীর ঈমানী দায়িত্ব। তাই পবিত্র কোরআনের অবমাননা হয়, এমন পন্থা বা জায়গায় কোরআন তেলাওয়াত বা শ্রবণ করলে গোনাহের আশংকা থেকে যায়। এতদসত্ত্বেও রেডিও এবং টিভিতে সরাসরি সম্প্রচারিত বিশুদ্ধ তেলাওয়াত শুনলে শোনার সাওয়াব পাবে এবং সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে। পক্ষান্তরে তাতে রেকর্ডকৃত তেলাওয়াত শুনলে শোনার সাওয়াব পাওয়ার আশা করা যায় না এবং আয়াতে সিজদা শুনলে সিজদা ওয়াজিব হবে না।
আর তেলাওয়াত ও গান শ্রবণকে এক মনে করা মূর্খতার পরিচয়। কেননা সিজদায়ে তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত তথা মানুষের মুখ থেকে উচ্চারিত তেলাওয়াতের কারণে ওয়াজিব হয়। রেকর্ডকৃত তেলাওয়াত বাস্তব তেলাওয়াতের অন্তর্ভুক্ত না হওয়ায় সিজদা ওয়াজিব হবে না। আর গানের সম্পর্ক শ্রবণ ও মনের কুতৃপ্তির সাথে। গান রেকর্ডকৃত হোক বা সরাসরি গায়ক থেকে হোক, উভয় অবস্থায় তা শ্রবণ করার মাধ্যমে মনে কুতৃপ্তি অনুভূত হয়। তাই গান শোনা সর্বাবস্থায়ই গোনাহ। (১২/৯১৫/৪০১১)
হিন্দিয়া : 5/391, বাদায়েউস সানায়ে : 1/186, আলাতে জাদিদা বে শরয়ী আহকাম : 161, আহসানুল ফাতাওয়া : 4/65