রেডিওতে কোরআন তেলাওয়াত ও এর বিনিময় গ্রহণ
প্রশ্ন : রেডিওতে কোরআন শরীফ তেলাওয়াত করা, শোনা এবং তেলাওয়াত রেকর্ড করে বিনিময় নেওয়া বৈধ কি না?
উত্তর : বর্তমানে রেডিও সাধারণত গান-বাজনা, অবৈধ ও অনর্থক অনুষ্ঠান প্রচারের যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। যদিও কোনো কোনো সময় এতে সংবাদ বা ভালো প্রোগ্রামও প্রচার করা হয়। এ রকম একটি প্রচারযন্ত্রে কোরআনে কারীমের মতো পবিত্র কালামের তেলাওয়াত সম্প্রচার করা ও শ্রবণ করা কোরআনে কারীমের পবিত্রতা ও সম্মানহানির শামিল। তাই রেডিওতে কোরআন শরীফ তেলাওয়াত ও শ্রবণ করা কিভাবে জায়েয হতে পারে? তবে যদি কখনো কোরআন তেলাওয়াত, তাফসীর ও হাদীসের বয়ানের জন্য পৃথক স্টেশন খোলা হয়, যাতে শরীয়তবিরোধী কোনো প্রোগ্রাম সম্প্রচার করা না হয় এবং তেলাওয়াতকারী ও শ্রবণকারী কোরআনের পরিপূর্ণ সম্মান ও আদব রক্ষা করে। তাহলেই বৈধ বলে বিবেচিত হবে।
শুধু তেলাওয়াত করে তার বিনিময় আদান-প্রদান বৈধ হবে না। উল্লেখ্য, যদি কেউ রেডিও-টিভিতে চাকরি নেয় অথবা তেলাওয়াতের সাথে অনুবাদ কিংবা ব্যাখ্যা প্রদান করে তাহলে বিনিময় দেওয়া ও নেওয়া বৈধ বলে বিবেচিত হবে। (৯/৫৪১/২৭১৯)
শুআবুল ঈমান : 2/532, রদ্দুল মুহতার : 2/73, জাওয়াহিরুল ফিকহ : 161