রেকর্ড শুনলে সিজদা ওয়াজিব হয় না
প্রশ্ন : কেউ রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলে সাওয়াব হবে কি? এবং এতে সিজদার আয়াত পড়লে সিজদা ওয়াজিব হবে কি?
উত্তর : কোরআনে কারীমের তেলাওয়াত রেকর্ড করা এবং শোনা জায়েয। তবে তাতে কোনো সাওয়াব নেই। আর আয়াতে সিজদা শুনলে সিজদা দিতে হবে না।