রাস্তার কাদা ও ময়লা পানির বিধান
প্রশ্ন : রাস্তাঘাট থেকে যে কাদা বা ময়লা পানি গায়ে লাগে তা শরীয়তের দৃষ্টিতে নাপাক নয়। কিন্তু আজকাল বিভিন্ন রাস্তাঘাট ও বাজার এলাকাতে দেখা যায় আশপাশের বাড়িঘর, দোকান, কারখানা ইত্যাদি হতে গোসলখানার পানি কাপড় ধোয়ার পানিÑএমনকি অবিশ্বাস্য হলেও সত্য অনেকেই গোয়ালঘরের আবর্জনা, অর্থাৎ গরু-ছাগলের মলমূত্র ইত্যাদিও ড্রেন কেটে বাজার ও রাস্তায় বের করে দেয়। শুকনা রাস্তায় এসব থেকে বাঁচা সহজ হলেও বৃষ্টি পড়লে বা বর্ষাকালে এ থেকে বাঁচা যায় না। এতে শরীয়তের কী হুকুম? এ অবস্থায় যদি উক্ত কাদা বা রাস্তার পানিতে নাপাকির রং বা দুর্গন্ধ অনুভূত না হয়, তাহলে কি তা পাক বলে গণ্য হবে?
উত্তর : বর্ণিত অবস্থায়ও রাস্তাঘাটের আবর্জনাযুক্ত পানি ও কাদায় নাপাকির আলামত পরিলক্ষিত না হলে তা নাপাক বলে গণ্য হবে না এবং উক্ত পানির ছিটা শরীর বা কাপড়ে লাগলে শরীর ও কাপড় কিছুই নাপাক হবে না। (৬/২২৭/১১৬০)
Tag:কাদা