রাস্তার কাদাপানির বিধান
প্রশ্ন : রাস্তার কাদাপানি পাক-নাপাক বোঝার উপায় নেই। এখন ওই কাদাপানির ছিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে কি না?
উত্তর : রাস্তার কাদাপানিকে সাধারণত নাপাক বলা যায় না, তাই তার ছিটা কাপড়ে বা শরীরে লাগলে তা নাপাক হবে না। তবে নাপাকির রং বা ঘ্রাণ অনুভূত হলে নাপাক বলা হবে। (১৭/৯৬২/৭৪১১)
Tag:কাদাপানি