রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কি সূরায়ে হাশর প্রচলিত পদ্ধতিতে পড়েছেন
প্রশ্ন : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২৩ বছর ইমামতি করেছিলেন। জানার বিষয় হচ্ছে যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতিদিন ফজরের নামায শেষে মুনাজাতের পূর্বে উপস্থিত মুসল্লিগণকে নিয়ে সূরা হাশরের শেষ তিনটি আয়াত পড়তেন কিনা?
উত্তর : সকাল-সন্ধ্যা তথা ফজর ও মাগরিবের নামাযের পর সূরা হাশরের শেষ তিনটি আয়াত পড়ার ওপর হাদীস শরীফে ফজীলতের কথা উল্লেখ রয়েছে। কিন্তু নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রত্যহ ফজরের নামাযের পর সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে উক্ত আয়াতগুলো পড়তেন, তা কোনো কিতাবে পাওয়া যায় না। তাই বর্তমানেও ইমাম-মুক্তাদী সবাই ব্যক্তিগতভাবে উক্ত আয়াতগুলো পড়বে। তবে মুসল্লিদেরকে শেখানোর লক্ষ্যে তাদেরকে নিয়ে ইমাম সাহেব সাময়িকভাবে উচ্চস্বরে পড়লে কোনো আপত্তি নেই। (৬/৯০৯/১৪৯৯)
(তিরমিজি, হাদিস : 2922, আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু : 1/823,