রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কারাভোগ করেননি
প্রশ্ন : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নাকি দুই বছর, সাত মাস কারাগারে ছিলেন তা কি সত্য? যদি সত্য হয়, তাহলে কী কারণে ও কোথায় ছিলেন? জানালে উপকৃত হব।
উত্তর : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুই বছর, সাত মাস বা তিন বছর কারাগারে ছিলেন কথাটি সত্য নয়। শিআবে আবী তালেবের প্রসিদ্ধ ঘটনাটিকে কারাগার মনে করা ভুল। বাস্তবে ঘটনাটিকে বয়কট বলা হয়, বনু হাশিম ও বনু মুত্তালিব দুই বংশের সকল সদস্যই এ বয়কট নির্যাতনের শিকার হয়েছিলেন। যেহেতু তাঁরা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে কুরাইশদের অন্য সকল গোত্রের হাতে তুলে দিতে রাজি ছিলেন না, তাই ওই সকল গোত্র রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)সহ বনু হাশিম ও বনু মুত্তালিবকে সামাজিক বয়কট করেছিল। (৯/৬৬৩/২৮০০)
Tag:কারাভোগ