রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর দরূদ পাঠের পদ্ধতি
প্রশ্ন : কোরআন-হাদীসের দৃষ্টিতে নবীজি (সা.)-এর প্রতি দরূদ পাঠ করার পদ্ধতি কী ?
উত্তর : সাহাবায়ে কেরামকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যে সমস্ত দরূদ শরীফ শিক্ষা দিয়েছেন সেগুলো পাঠ করার সুনির্দিষ্ট কোনো নিয়ম বা পদ্ধতির উল্লেখ নেই। যে সমস্ত দরূদ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শিক্ষা দিয়েছেন ও তাঁর প্রিয়জনরা অর্থাৎ সাহাবায়ে কেরাম ও তাঁদের অনুসারীগণ পাঠ করে আসছেন, ভালো স্থানে পবিত্রতা ও আদবের সাথে সেগুলো যে যত বেশি পাঠ করতে পারবে, তত বেশি লাভবান হবে। (৫/২৪৭/৮৯৭)
Tag:দরূদ