রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর গুণবাচক নাম উচ্চারণে দরূদ পাঠ করা
প্রশ্ন : নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর যেসব গুণবাচক নাম আছে তা শোনার/পড়ার পর দরূদ পড়তে হবে কি না?
উত্তর : যেসব গুণবাচক নাম দ্বারা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয় সেসব গুণবাচক নামেও দরূদ পড়া ওয়াজিব। যেমন, رسول الله- نبی کریم- صلی الله علیه وسلم ইত্যাদি, অন্যথায় নয়। (১৬/৩৩/৬৩৭২)
Tag:দরূদ পাঠ