রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওফাতের তারিখ
প্রশ্ন : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওফাতের তারিখ কোনটি?
দেওয়ানবাগের পীর তাঁর একটি বইয়ে লিখেছেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মৃত্যু তারিখ ১লা রবিউল আউয়াল। এ সম্পর্কে তিনি ‘তাফসীরে মাআরিফুল কোরআন’ থেকেالیوم اکملت لکم دینکم এর ব্যাখ্যার উদ্ধৃতি এনেছেন, যেখানে লেখা আছে এ আয়াত নাজিল হয় বিদায় হজের দিন। এ আয়াত নাজিলের পর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ৮১ দিন জীবিত ছিলেন। বিদায় হজের দিন থেকে ৮১ দিন পর হয় ১লা রবিউল আউয়াল ১২ তারিখ নয়। এর সমাধান কামনা করি।
উত্তর : হাদীস, ফিকহ ও সীরাতের আলোকে জানা যায় যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১১ হিজরী ২রা রবিউল আউয়াল রোজ সোমবার ইন্তেকাল করেন। আর এ মতটিকে ঐতিহাসিক উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন। কোনো কোনো ইতিহাসবিদ ১ তারিখের মতকেও গ্রহণ করেছেন। শরীয়তের কোনো বিধিবিধান এই তারিখ নির্ণয়ের ওপর মওকুফ নয় বিধায় তা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। স্মর্তব্য যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মৃত্যু তারিখ ১২ হোক বা ২ হোক বা ১ই হোক, এর দ্বারা দেওয়ানবাগীদের ঈদে মিলাদুন্নবী প্রমাণের কোনো সুযোগ নেই। (১৯/৭৬৬/৮৪৩৭)
Tag:ওফাতের