রাজনৈতিক মিছিল-মিটিংয়ে ও খেলায় অংশগ্রহণ করে মারা যাওয়ার বিধান
প্রশ্ন : রাজনীতির সমাবেশ, মিছিল, মিটিং ও পিকেটিং করতে গিয়ে বোমা হামলায় বা জনগণের গণপিটুনিতে যে সমস্ত মুসলমান মারা যায় তাদের হুকুম কী? এবং সাফ গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে সমস্ত সাঁতারু সাঁতার কাটা অবস্থায় পানিতে ডুবে যায় তাদের হুকুম কী? তারা কি শহীদের অন্তর্ভুক্ত হবে? দলিলসহ বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।
উত্তর : শহীদ হওয়ার কারণসমূহ ও শর্তাদি বিদ্যমান থাকলে মৃত ব্যক্তির ওপর শহীদের হুকুম লাগানো সহীহ হবে, যদিও গোনাহের কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়। তবে সে পাপকর্মের জন্য গোনাহগার হবে। এ মূলনীতির ভিত্তিতে হরতালে বোমা হামলায় নিহত ব্যক্তি এবং সাফ গেমসে সাঁতার কাটাবস্থায় ডুবে মরা মুসলিম ব্যক্তি হুকমী শহীদ বলে গণ্য হবে। যদিও হরতাল এবং সাফ গেমসে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ ইত্যাদি অবৈধ, যার জন্য সে গোনাহগার হবে। (১১/৩২৮)
Tag:মিছিল, মিটিং, রাজনীতির সমাবেশ