যৌথ সম্পদ নিসাব পরিমাণ হলে সদকায়ে ফিতর দিতে হবে না
প্রশ্ন : একটি পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন, চার ভাই এবং তাদের একমাত্র মা। বড় ভাই অক্ষম, অর্থ উপার্জন করতে পারে না। বাকি তিন ভাই অর্থ উপার্জন করে। পরিবারের স্থাবর সম্পত্তির মালিক শুধু মা। এমতাবস্থায় মা ও ছেলেদের যৌথ উপার্জনের সম্পদ সদকায়ে ফিতরের নিসাব পরিমাণ হয়। কিন্তু উক্ত সম্পদ তিন ছেলে এবং মা যদি বণ্টন করে নেয় তাহলে কারো ওপরই সদকা ওয়াজিব হয় না। এমতাবস্থায় যৌথ সম্পত্তির কারণে তাদের সকলের ওপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে কি না?
যদি তাদের ওপর সদকায়ে ফিতর ওয়াজিব হয় তাহলে মা অথবা তিন ভাইয়ের ফিতরার টাকা অক্ষম ভাইয়ের ওপর খরচ করতে পারবে কি না?
উত্তর : হাজতে আসলিয়া তথা মৌলিক নিত্যপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে প্রত্যেকে নিসাব পরিমাণ অর্থ বা সম্পদের মালিক হওয়া সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার পূর্বশর্ত। যৌথ সম্পদ বা যৌথ উপার্জন ধর্তব্য নয়। অতএব প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে কারো ওপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে না।
সদকায়ে ফিতরের টাকা গরিব ভাইকে দেওয়া জায়েয। কিন্তু পিতা-মাতা ও ছেলেকে দেওয়ার অনুমতি নেই। উল্লেখ্য, যে ভাইকে ভাইয়েরা সদকার টাকা দেবে তা পুনরায় টাকাদাতা ভাইদের যৌথ খরচে শামিল করা যাবে না। (৯/১৬৯/২৫৩৮)
Tag:নিসাব পরিমাণ, যৌথ সম্পদ, সদকায়ে ফিতর