যেকোনো ধরনের রেকর্ডকৃত তেলাওয়াত শোনার বিধান
প্রশ্ন : মোবাইল ফোনে, টেপরেকর্ডে বা ক্যাসেটে কোরআন তেলাওয়াত চলাকালীন তা শোনা ওয়জিব কি না? না শুনলে গোনাহ হবে কি? এবং এতে কোরআন শোনার সাওয়াব পাবে কি না?
উত্তর : যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন আদব হলো চুপ করে মনোযোগ সহকারে শোনা। সুতরাং যখন মোবাইল বা টেপের মাধ্যমে রেকর্ডকৃত কোরআন শরীফ তেলাওয়াত হয়, তখন তেলাওয়াত যদি আদব রক্ষা করে চুপ করে মনোযোগের সহিত শোনা হয় তবে বরকত লাভের আশা করা যায়। পক্ষান্তরে তেলাওয়াত চালু করে অন্য কাজে ব্যস্ত থাকা বা তেলাওয়াতের অসম্মানী হয়, এমন পরিবেশে তা চালু রাখা গোনাহ। (১৭/৩০১/৭০১৯)
মাআরিফুল কুরআন : 4/163-164, আলাতে জাদিদাহ কে শরয়ী আহকাম : 207