যেকোনো একটি মাযহাব মানা জরুরি
প্রশ্ন : হানাফী মাযহাব কি শুধু আমাদের জন্য, নাকি সকল মুসলমানের জন্য? যদি তা-ই হয়, তাহলে যারা হানাফী মাযহাবের অনুসারী নয়, তারা কি ভুল পথে আছে?
উত্তর : শুধুমাত্র হানাফী মাযহাব নয় বরং মাযহাব চতুষ্টয়ের কোনো একটি গ্রহণ করার প্রত্যেক মুসলমানের জন্য এখতিয়ার আছে। অন্য মাযহাবের অনুসারীগণ ভুল পথে আছেন এ কথা বলা যাবে না। তবে ভারতবর্ষে যেহেতু হানাফী মাযহাব ব্যতীত অন্য মাযহাবের চর্চা এবং অভিজ্ঞ আলেম ও তাঁদের যথেষ্ট পরিমাণ কিতাবাদি বিদ্যমান নেই, তাই ভারতবর্ষের লোকদের জন্য হানাফী মাযহাব গ্রহণ করাই অধিক নিরাপদ। (১৮/৭৩/৭৪৪৫)