যার দু’আয়ে কুনুত জানা নেই তার করণীয়
প্রশ্ন : বিতিরের নামাযে দু’আয়ে কুনুত পড়া ওয়াজিব কি না? যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে যারা উক্ত দু’আ জানে না তারা কিভাবে বিতির নামায আদায় করবে এবং যদি ওই ব্যক্তি দু’আয়ে কুনুত না পড়ে ৩ বার সূরায়ে ইখলাস পড়ে তাহলে কি নামায হবে?
উত্তর : বিতির নামাযে প্রচলিত দু’আয়ে কুনুতটি পড়া সুন্নাত, তবে যেকোনো দু’আ পাঠ করে কুনুত পড়া ওয়াজিব। যদি কারো দু’আয়ে কুনুত জানা না থাকে তাহলে মুখস্থ করার আগ পর্যন্ত নিম্নোক্ত দু’আ পড়বে :
ربنا اٰتنا فی الدنیا حسنة وفی الآخرة حسنة وقنا عذاب النار
অথবা তিনবার اللھم اغفرلی বা তিনবার یارب পড়ে নেবে। এতে ওয়াজিব আদায় হয়ে যাবে। দু’আয়ে কুনুতের স্থানে সূরায়ে ইখলাস পড়ার কোনো বিধান নেই। তবে কেউ পড়লে নামায নষ্ট হবে না। (১৫/৬৯১)
رد المحتار (ایچ ایم سعید) ۲ / ٧ : ومن لا يحسن القنوت يقول {ربنا آتنا في الدنيا حسنة} الآية. وقال أبو الليث يقول: اللهم اغفر لي يكررها ثلاثا، وقيل يقول: يا رب ثلاثا، ذكره في الذخيرة.