যঈফ হাদীসের ওপর আমল করার শর্ত
প্রশ্ন : যঈফ হাদীসের ওপর আমল করা যাবে কি না? এবং এতে কোনো বিধিবিধান বা শর্ত আছে কি না? অনেক সময় দেখা যায়, সহীহ হাদীসের ওপর আমল করা হয় না অথচ যঈফ হাদীসের ওপর আমলের জন্য উদ্বুদ্ধ করা হয়, এটা সমীচীন হবে কি না?
উত্তর : বেশ কিছু শর্ত সাপেক্ষে যঈফ হাদীসের ওপর আমল করা যায়। যেমন :
১. হাদীসটি ফজীলত সম্পর্কীয় হতে হবে।
২. সূত্রের দিক দিয়ে অধিক দুর্বল না হতে হবে।
৩. কোরআন-হাদীসের মূলনীতি পরিপন্থী না হতে হবে।
৪. এর ওপর আমল করার সময় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত হাদীস বলে নিশ্চিত আক্বীদা না রাখতে হবে।
৫. হাদীসটির মর্মার্থ কোনো সহীহ হাদীসের সরাসরি বিপরীত না হতে হবে।
উল্লেখ্য, যেসব ক্ষেত্রে সহীহ হাদীসের পরিবর্তে যঈফ হাদীসের ওপর আমল করতে দেখা যায়, সে ক্ষেত্রে হাদীস ও ফিকহের অভিজ্ঞ ইমামগণের মূলনীতি অনুকরণীয়। অর্থাৎ বাহ্যিকরূপে বহু সহীহ হাদীস সূক্ষ্ম ত্রুটি ও অভ্যন্তরীণ সমস্যাজনিত কারণে আমলের ক্ষেত্রে অগ্রাহ্য বলে সাব্যস্ত হয়। আবার সনদের বিচারে যঈফ, এমন অনেক হাদীসও যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ কর্তৃক এর ওপর আমল প্রতিষ্ঠার কারণে শক্তিশালী হয়ে আমলের উপযোগী হয়ে যায়। এ ধরনের বেশ কিছু উদাহরণ তিরমিযী শরীফেও বিদ্যমান। সুতরাং সনদের বিচারে সহীহ হলেও কোনো কোনো হাদীস আমলযোগ্য হয় না, আবার অনেক হাদীস যঈফ হলেও আমলযোগ্য হয়। এ ক্ষেত্রে প্রয়োজন হলো, ইমাম ও মুজতাহিদের অনুকরণ ও তাকলীদ করে মাযহাব মেনে চলা। অন্যথায় এসব বিষয়ে পথভ্রষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা। (১৫/৪৪৪/৬০৯৯)