মোবাইল ফোনে ধারণকৃত কোরআন পড়া ও শোনা
প্রশ্ন : মোবাইল ফোনে কোরআন শরীফ লোড করে পড়া বা কোরআনের তেলাওয়াত লোড করে শ্রবণ করা জায়েয কিংবা ফজীলতপূর্ণ কি না?
উত্তর : মোবাইল ফোনে কোরআন শরীফ ধারণ করে কোনো ব্যক্তি ওই মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করলে সাওয়াব পাবে। আর যারা তার পড়া শুনবে তারাও সাওয়াব পাবে। তবে সরাসরি মোবাইল থেকে রেকর্ড শুনলে সাওয়াব পাবে না। আর এই পদ্ধতি দ্বারা কোরআন শরীফ পড়া ও শ্রবণ করা অনুচিতও বটে। (১৭/৫২৭/৭১২৯)
হিন্দিয়া : 5/323, বাদায়েউস সানায়ে : 1/186, আলাতে জাদিদাহ কে শরয়ী আহকাম : 207