মেয়েরা পুরুষ প্রশিক্ষক থেকে কম্পিউটার শেখা
প্রশ্ন : বর্তমান আধুনিক যুগ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ-মহিলাদের জন্য কম্পিউটার শেখা আবশ্যক হয়েছে। কিন্তু মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষকদের মাধ্যমে কোর্স গ্রহণের সুযোগ সাধারণত পাওয়া দুষ্কর। এমতাবস্থায় মহিলাদের জন্য বোরকা পরিধান করে পুরুষ শিক্ষার্থী বা অন্য কোনো পুরুষের সংস্রবমুক্ত পরিবেশে কোনো পুরুষ প্রশিক্ষক থেকে কোর্স নেওয়া শরীয়তসম্মত হবে কি না?
উত্তর : বর্তমানে উন্নত বিশ্বে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অবশ্যই অনস্বীকার্য। এতদসত্ত্বেও তা শরয়ী প্রয়োজনের আওতায় পড়ে না। তাই প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে মহিলাদের জন্য বেগানা পুরুষ প্রশিক্ষক থেকে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী ও নাজায়েয। এমতাবস্থায় কম্পিউটার শিক্ষায় আগ্রহী মহিলারা সম্ভব হলে অন্য মহিলা প্রশিক্ষক বা মাহরাম পুরুষ থেকে শিখে নিতে পারবে। (১৯/৩৪১/৮১৯৭)