মেয়েদেরকে হস্তলিপি শেখানো
প্রশ্ন : মেয়েদেরকে হাতের লেখা শেখানো জায়েয হবে কি না?
উত্তর : মেয়েদেরকে শরয়ী পর্দা রক্ষা করে এবং ছোট মেয়েদেরকে প্রয়োজনীয় হাতের লেখা শিক্ষা দেওয়া জায়েয আছে। তবে যদি হস্তলিপি শিক্ষাদানে কোনো প্রকার ফেতনার আশঙ্কা থাকে, তাহলে মেয়েদেরকে তা থেকে বিরত রাখা উচিত। (১/১২৫)