মেয়েদেরকে স্কুল-কলেজ বা মাদ্রাসায় পড়ানো
প্রশ্ন : আমাদের দেশে প্রচলিত মাদ্রাসা, স্কুল ও কলেজ ছাড়া জ্ঞান অর্জনের আর কোনো ব্যবস্থা নেই। অথচ আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন, বর্তমান যুগে মুসলমানদের মেয়েদেরকে স্কুল, কলেজ এমনকি মাদ্রাসায় লেখাপড়া করানোও হারাম। ইমাম সাহেবের এ বক্তব্য সহীহ কি না? এবং মেয়েদের লেখাপড়ার ব্যাপারে শরীয়তের বিধান কী? এবং কতটুকু লেখাপড়া করতে পারবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর : ইসলামের মৌলিক আক্বীদাসমূহ নামায, রোযা, পাক পবিত্রতা এবং পর্দার শরয়ী বিধান, স্বামীর অধিকার এরূপ মৌলিক বিষয়ের শিক্ষা অর্জন করা মহিলাদের জন্য ফরয। সাবালিকা হওয়ার পূর্বে মক্তবে, সাবালিকা হওয়ার পর অভিভাবকদের কিংবা স্বামীর তত্ত্বাবধানে ঘরোয়া পরিবেশে এ শিক্ষা অর্জন করা সম্ভব। যেহেতু মহিলাদের পর্দা ফরয তাই বিশেষ প্রয়োজন ছাড়া মহিলাদের ঘর থেকে বের হওয়ার শরীয়তে অনুমতি নেই বিধায় কোরআন-হাদীসের আলোকে বালেগা মহিলা ইলম শিক্ষার নামে ঘর থেকে বের হয়ে মহিলা মাদ্রাসা ও সরকারি মাদ্রাসা বা স্কুল-কলেজে পড়ালেখার অনুমতি নেই। (১৮/৫৮৩/৭৭৪৯)