মৃত ব্যক্তির জন্য ৭০,০০০ (সত্তর হাজার) বার কালেমা পড়া
প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য সত্তর হাজার বার কলেমার নিসাব পড়ার শরয়ী বিধান কী? কোরআন-হাদীসের আলোকে জানিয়ে উপকৃত করবেন।
উত্তর : এ কথা স্বতঃসিদ্ধ যে কালেমা পাঠ করে মৃত ব্যক্তির নামে ঈসালে সাওয়াব করলে তা মৃত ব্যক্তির মাগফিরাত ও সাওয়াব লাভের কারণ হয়ে থাকে, যা শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু সত্তর হাজার বার বা অন্য কোনো নির্দিষ্ট সংখ্যায় কালেমা পাঠ শরীয়তে আবশ্যক নয়। যত খুশি পড়তে পারে। তবে আবশ্যকীয়তা ও বিশেষ কোনো ফজীলতের আক্বীদা ছাড়া উক্ত নেসাবের ওপর আমল করতে কোনো অসুবিধা নেই। (১৯/৫৫৭/৮২৯৭)