মৃত ব্যক্তির জন্য ঈসালে সাওয়াব করে বিনিময় নেওয়া
প্রশ্ন : রমাজান মাস এলে প্রায় মুসলমানরা নিজের মৃত পিতা-মাতার ঈসালে সাওয়াবের জন্য মসজিদের ইমাম বা অন্য কোনো হুজুর দ্বারা খতমে কোরআন ও মিলাদের ব্যবস্থা করে এবং ইমাম সাহেব ও হুজুরকে খতমের ও মিলাদের বিনিময়ে টাকা প্রদান করে। জানার বিষয় হলো, বিনিময় দিয়ে খতমে কোরআন ও মিলাদ পড়িয়ে ঈসালে সাওয়াব করা যাবে কি না? এবং ইমাম সাহেবের জন্য উক্ত বিনিময় গ্রহণ করা বৈধ হবে কি না?
উত্তর : কোরআন খতম বা যেকোনো ইবাদত করে ঈসালে সাওয়াবের ক্ষেত্রে বিনিময় নেওয়া ও দেওয়া উভয়টি হারাম। এতে উভয় পক্ষই গোনাহগার হবে। ইমাম সাহেবকে বিনিময় দেওয়া এবং ইমাম সাহেবের জন্য তা গ্রহণ করা বৈধ হবে না। এ ধরনের বিনিময়ভিত্তিক ইবাদতের সাওয়াবও মৃত ব্যক্তির কাছে পৌঁছে না। (১৯/৫৫৯/৮৩০২)