মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সুন্নাত তরীকা
প্রশ্ন : মৃত ব্যক্তিকে সুন্নাত তরীকায় গোসল দেওয়ার নিয়ম কী?
উত্তর : যে খাটে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। প্রথমে তাতে আগরবাতি অথবা অন্য কোনো সুগন্ধি দ্বারা তিনবার, পাঁচবার বা সাতবার ধোঁয়া দেবে। অতঃপর মৃতকে উক্ত খাটের ওপর রেখে মোটা কাপড় দ্বারা সতর ঢেকে শরীরের অন্যান্য কাপড় খুলে ফেলবে। অতঃপর নিজ হাতে কোনো কাপড় পেঁচিয়ে ঢিলা ও পানি দ্বারা ইস্তিঞ্জা করিয়ে এবং আঙুলে কাপড় পেঁচিয়ে দাঁত ও নাক পরিষ্কার করে দেবে। এরপর নাক, কান ও মুখে তুলা ভরে দেবে, যাতে পানি ঢুকতে না পারে। তারপর মাথা (যদি মাথায় চুল থাকে) এবং দাড়ি ‘খিতমী’ বা সাবান দিয়ে ধৌত করবে। অতঃপর মৃতকে বাম কাত করে শুইয়ে বরই পাতা সিদ্ধ গরম পানি তিনবার ডান পার্শ্বের ওপর ঢালবে, যাতে সমস্ত শরীরে পানি পৌঁছে যায়। তারপর ডান কাত করে শুইয়ে বাম পার্শ্বের ওপর তিনবার পানি ঢালবে, যেন সমস্ত শরীরে পানি পৌঁছে যায়। তারপর বসিয়ে হালকাভাবে পেটে চাপ দেবে, কোনো কিছু বের হলে ধুয়ে নেবে। তারপর আবার বাম কাত করে শোয়াবে এবং সমস্ত শরীরে তিনবার কর্পূর মিশ্রিত পানি ঢালবে। অতঃপর সারা শরীর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবে। মাথা এবং দাড়িতে আতর লাগাবে। কপালে, নাকে, উভয় হাতে ও হাঁটুতে এবং উভয় পায়ে কর্পূর লাগাবে। (১৭/৮৮৩/৭৩৭৪)