মৃতের বাড়িতে তিন দিন পর্যন্ত চুলা না জ্বালানো
প্রশ্ন : আমাদের সমাজে প্রচলিত আছে, যে বাড়িতে কেউ মারা যায় ওই বাড়িতে তিন দিন পর্যন্ত চুলায় আগুন দেয় না। কোনো খাবার-দাবারও পাকানো হয় না। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মৃতের বাড়িতে তিন দিন খাবার সরবরাহ করে থাকে। কারো মৃত্যুর কারণে মৃতের বাড়িতে তিন দিন চুলা জ্বালানো বা খাবার পাকানোর ব্যাপারে ইসলামী শরীয়তে কোনো বিধিনিষেধ আছে কি? দলিলসহ জানাবেন।
উত্তর : মৃতের আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের জন্য মৃতের বাড়িতে শুধুমাত্র প্রথম দিন (১ দিন) খাবার সরবরাহ করা মুস্তাহাব। তবে কারো মৃত্যুর কারণে মৃতের বাড়িতে চুলা জ্বালানো বা খাবার পাকানোর ব্যাপারে শরীয়তে কোনো বিধিনিষেধ নেই, বরং নিষিদ্ধ মনে করা বিদ’আত। (১৬/৪৫৩/৬৫৯১)