মৃতের পেটে কখন চাপ দেবে, কিছু বের হলে ওজু ভাঙে না কেন?
প্রশ্ন : আমরা জানি, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় প্রথমে তিন-পাঁচ ঢিলা দিয়ে ইস্তিঞ্জা করাবে, তারপর পানি দিয়ে পাক করবে, তারপর ওজু করাবে, তারপর বাম পার্শ্বের ওপর শুইয়ে ডান পার্শ্ব হতে মাথা থেকে পা পর্যন্ত তিনবার এমনভাবে পানি দেবে, যাতে বাম দিকের নিচ পর্যন্ত পানি পৌঁছে যায়। তারপর ডান পার্শ্বের ওপর শোয়াবে, এরূপ তিনবার পানি দেবে। অতঃপর মুর্দাকে গোসলদাতার শরীরের সাথে হেলান দিয়ে সামান্য বসাবে তারপর মুর্র্দার পেট ওপরের দিক হতে নিচের দিকে আস্তে আস্তে মলবে এবং চাপ দেবে যদি কিছু বের হয় তা মুছে ধৌত করবে, ওজু-গোসল পুনরায় করানোর প্রয়োজন নেই। এখন আমার প্রশ্ন হলো, কিছু বের হলে ওজু ভাঙবে না কেন? পেট মলাটা ইস্তিঞ্জা ওজুর পূর্বে করতে পারবে কি না? যদি না পারে, কেন পারবে না ? কেউ যদি ওজু-গোসলের পূর্বে পেট মলে পরে আর না মলে, গোসলের কোনো অসুবিধা হবে কি না? সমাধান দিয়ে উপকৃত করবেন।
উত্তর : মৃতকে জীবিতের ওপর কিয়াস করা সঠিক নয়, মলমূত্র বের হলে ওজু ভঙ্গ হওয়ার সম্পর্ক জীবিতের সাথে, মৃতের সাথে নয়। মৃত ব্যক্তির গরম পানির ব্যবহারে পেট নরম হয়ে যায়, এরপর পেট মলার দ্বারা উত্তমরূপে ময়লা নির্গত হয়। এতে পরে আবার নির্গত হয়ে কাফন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই কিতাবে পেট মলার যে পদ্ধতি উল্লেখ রয়েছে, সে মোতাবেক আমল করাই উত্তম। (১০/৩৭৭/৪০১৫)