মৃতকে কবরে রাখার পদ্ধতি
প্রশ্ন : আমি বহুদিন ধরে কবর খননের কাজে নিয়োজিত। তাই আমি জানতে চাই যে কোরআন-হাদীসের আলোকে মৃত ব্যক্তিকে কবরে রাখার তরীকা কী? এবং আমরা বহুদিনকাল যাবত মৃত ব্যক্তিকে চিত করে শুইয়ে শুধুমাত্র মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে রেখে আসছি। এ নিয়মটা কতটুকু শরীয়তসম্মত?
উত্তর : একজন মুসলমান ঘুমের সময় যেভাবে ডান কাতে কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত, তদ্রƒপ মৃত ব্যক্তিকে ডান কাতে সমস্ত শরীর কিবলামুখী করে কবরে রাখা সুন্নাত, অপারগতায় কমপক্ষে চেহারাটা কিবলামুখী করে দেবে। (১৯/১৮৩/৮০৯৫)
Tag:কবর